তুমি বড় অদ্ভুত, বড়ই অদ্ভুদ তুমি কখনো কাঁদাও কখনো বা হাসাও কখনো ভালোবাসো আবার কখনো ফাঁসাও। সত্যি তুমি অদ্ভুত তোমাকে বোঝা বড় দায় আমি ভুগিতেছি সর্বদায় তোমার শূন্যতায়। অদ্ভুত তোমার আচার-আচরণ তুমি মানো না কোনো শাসন-বারণ তোমাকে দেখে মনে হয় যেনো মুক্ত বনের পাখি অদ্ভুত তোমার চোখ যেনো মায়া বাড়ানো আঁখি। আমি সব কিছু ভুলে […]
বিস্তারিতগ্রীষ্মের তপ্ত গরমে ভেবেছি, তুমি আসবে শীতল ছায়া নিয়ে কিন্তু তুমি এলে না। বর্ষায় ভেবেছি মেঘের ভেলায় করে আসবে তুমি এক গুচ্ছ কদম হাতে নিয়ে, কিন্তু তুমি এলে না। শরতের শুভ্র নীল আকাশে তাকিয়ে ভেবেছি তুমি আসবে নরম কাশফুল হয়ে, কিন্তু তুমি এলে না। হেমন্তের নবান্নে ভেবেছি হৈমন্তিক আভায় সোনালি রোদ হয়ে আসবে, কিন্তু তুমি […]
বিস্তারিত