এ দেহের মায়া ছেড়ে, একদিন চলে যাব একদিন – ভবের ঐ পাড়ে, জরাজীর্ণ দেহে ছেড়ে। পুড়িয়ে করবে ছাই, রবে না দেহের অস্তিত্ব, পড়ে রবে পোড়া কয়লা – কাঁদবে আপন জন। মায়ার বাঁধন ছিঁড়ে, চলে যাব সেইদিন, পারবে না আমায় ধরে রাখতে, চলে যাবে পাখি, পড়ে রবে শূন্য খাঁচা, কাঁদবি তোরা চরণ ধরে – কেউ রবে […]
বিস্তারিতএ দেহ মরে গেলে সবে রবে পড়ে, ভালবাসার ঘর রবে সৃতি করে – এ জীবনে যত প্রেম ভালবাসা, সবি তোমারি লাগি হে সজনী। জ্বলে পুড়ে মরিলাম হে সজনী, এ দেহ মরে গেলে সবে রবে পড়ে – থাকবে না আর ভালবাসা সবি যাবে ঝরে। জীবনে যত বার ভালবেসেছি, ততবার হেরে গিয়েছি – জ্বলে পুড়ে মরেছি তোমার […]
বিস্তারিতআর জ্বালা দিও না তোরা, আমি আমার মত থাকতে চাই – মনে বড় আশা তোদের নিয়ে, আমি আমার মত থাকতে চাই। তোরা সুখী হই এই কামনা, আমি আমার মত থাকতে চাই, যত দুঃখ পাই আমি থাকি না যত দুরে, থাকিস সুখে যেন তোরা। যত দুঃখ পাই আমি, ভুল করেছি জন্ম নিয়ে, কেন যে বিধাতা পাঠালে […]
বিস্তারিত