eবেশ অবাক লাগছে আমি মানুষ আমার হাত পা কথা বলার শক্তি আছে। বোনের স্যার নাকি বলেছে মানবতাই পরম ধর্ম। আমার মা বাবা পড়াশোনা করেনি, তাই আমিও করেনি আসলে পড়াশোনা দিয়ে কি হবে? আমি দেখেনি স্কুলের ক্লাস কেমনে হয়। আমার ছোট ভাই তৌসিফ যেতো। বাবা জমিতে চাষ করতো, আর আমি আমাদের পুকুর আর গরু দেখাশোনা করতাম। […]
বিস্তারিত