ভাদ্র মাস। তাল পাকা রোদ কিন্তুু বর্ষার আমেজ এখনও যায় নি। সপ্তাহের দু’একটা দিন মেঘেদের অশ্রু রোদ্দ্র তপ্ত ধরনীর বুকে নরম পরশে মেখে যায়। তখন পত্রপুষ্পপল্লব হারানো ভালবাসার নতুন শিহরনে প্রাণের স্পন্দন ফিরে পায়। আজ সকাল থেকে আকাশ টা মেঘলা। দুপুরে একটু-অধটু রোদ বৃষ্টি ছিল। রোদ-বৃষ্টি হলেও এক সময় মনের ভিতর কেমন জানি হত। […]
বিস্তারিত