এই তো সামনে বসে আছো… নতুন স্বপ্নের ভেলায় ভর করে বাঁচো। জানতে চেয়েছো কখনো,আমি কেমন আছি? চাক ছাড়া থাকে যেমন মৌমাছি! ভালোই লাগে,তোমাকে দেখে আবারো একটু হিংসা লাগে। ধূলোমাখা পথে বলো, কি? হেঁটে যেতে তোমার সাধ জাগে। পার্কের গাছের তলায়- কিংবা ঐ বৈশাখী মেলায়। হাতে হাত ধরে কতো ঘুরেছি বাদাম খাওয়ার শব্দে মুখের পরিবশ ভরেছি। […]
বিস্তারিতসময় আজ থেমে থাকে, একাকী স্বার্থপরের মত। ভাবনার নীল আকাশ জুড়ে- জমে কালো মেঘ। বৃষ্টি হতে চাই অবিরত। কখনো ভাবিনি, চলার পথে আবার দেখা হবে। কখনো ভাবিনি,তুমি আবার সামনে আসবে। স্বার্থবাদী সময়গুলো সবকিছু কেড়ে নিলো কপালে দুঃখের রাজটিক এঁকে দিলো। চলার পথটা হলো এলোমেলো। ঢাকা পড়েছে জীবনটা বেদনার নীল খামে, সময়গুলো পাড় হয়, আজো তোমারি […]
বিস্তারিত