১৫ আগস্ট মনে করিয়ে দেয়
শেখ রাসেল এর মুখ
১৫ আগস্ট বিষাদময় কান্নায় ভারী হয়ে ওঠে বুক।
১৫ আগস্ট চশমার কালো ফ্রেমে
রক্ত মাখা মহানায়ক এর মুখ,
১৫ আগস্ট ভয়ংকর অধ্যায়
ভয়ে কেঁপে উঠে বুক।
১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর সারি,
রক্ত মাখা লাশে ছেয়ে গেছে
জাতিরপিতার বাড়ি।
নিথর পিতার নিথর দেহ
থেমে গেছে মহারথ
ঘাতক ভেবেছিল এবার
বুঝি হবে বাংলা বধ।
কিন্তু তারা ভাবে নি যে বাংলার প্রতি কোণে
মুজিব নামের বাংলার স্রষ্টা আছে বাংগালিদের প্রানে।
ইচ্ছা আছে অনেক কিছু হওয়া,কিন্তু মানুষের সব ইচ্ছাইতো পুরন হয় না,তবে এখন ইচ্ছাটা হলো ভালো একজন উদ্দ্যেগতা হওয়া,জানি না কতোটুকু সফল হবো।তবে মাঝে মাঝে লেখালেখি করতে প্রবল ইচ্ছা জাগে।ক্লাস সেভেন প্রথম কবিতা লিখি।