kosto nitto shonggi uwriter

কষ্ট নিত্য সঙ্গী

আর জ্বালা দিও না তোরা,
আমি আমার মত থাকতে চাই –
মনে বড় আশা তোদের নিয়ে,
আমি আমার মত থাকতে চাই।

তোরা সুখী হই এই কামনা,
আমি আমার মত থাকতে চাই,
যত দুঃখ পাই আমি থাকি না যত দুরে,
থাকিস সুখে যেন তোরা।

যত দুঃখ পাই আমি,
ভুল করেছি জন্ম নিয়ে,
কেন যে বিধাতা পাঠালে আমায় –
কিসের তরে জন্ম নিলাম,
দয়াল তোমার দরবারে।

কি ভুলে এত সাজা দাও আমারে ,
যত দুঃখ পাই আমি থাকি না যত দুরে,
আজো ঘুরি পথে পথে,
নদীর কিনারে কিনারে –

কি যে এমন কষ্ট নিয়ে বেঁচে থাকি,
বলিব কার সাথে নেই আপন জন –
আর দিও জ্বালা না তোরা,
ছোট্ট এ প্রাণে।

সহিতে পারিনা যে এত জ্বালা
আর দিও না জ্বালা তোরা –
মরে তো যাবে এত দুঃখের তরে,
জন্ম আমায় অপরাধ জানি।

তাই বুঝি আজো ঘুরি,
ভবের এই পাড়ে –
কোনদিন জানি মরে, রে :
যাব নিজেই জানি তো!

কষ্ট আমার নিত্য সঙ্গী –
পুড়িয়ে মারে দেহ রে,
আর কত সহিব জ্বালা,
বল এ জীবনে তরে।

About the Author মাইকেল বিকাশ সিং

follow me on:

Leave a Comment: