brikkho bondona uwriter club

বৃক্ষ বন্দনা

প্রকৃতি সেজেছে বৃক্ষের সমারোহে,
নানান পাখির কূজনে!
নদীর বাতাস বহে আজি,
পুবালি হাওয়া বেগে!

ঝরা গাছে ফুল ফুঁটে,
গাহে পাখি গান!
কুকিলের ডাকে প্রকৃতির সাড়া জাগান
তোমারি বন্দনায়!

সেঁজেছে আজি বৃক্ষ তরুলতা,
সেঁজেছে বাংলার প্রকৃতি!
নতুন পুষ্প ধারায়,
কচি ডালের আগায়!

ভরছে দেখ বৃক্ষ লতায়,
হাজারো ঢংয়ের রং!
কৃষ্ণচুড়া কিংবা পলাশ,
কাঁশ ফুলের বন!

সবুজ শ্যামল শষ্য দানায়,
ভরবে এবার ক্ষেতে!
সরষে ফুলে ভরে যাবে,
সাড়া মাঠ জুড়ে!

হাওয়ার বেগে আসবে ছুটে,
মৌমাছির দল!
করবে তারা ছোটাছুটি,
সাড়া মাঠ জুড়ে!

পৃথিবী সাজবে অপার রূপে,
আবার নতুন করে!
আমের গাছে নতুন মুকুল,
হবে এই তালে।!

About the Author মাইকেল বিকাশ সিং

follow me on:

Leave a Comment: