purano kotha uwriter club

পুরানো কথা

এই তো সামনে বসে আছো…
নতুন স্বপ্নের ভেলায় ভর করে বাঁচো।
জানতে চেয়েছো কখনো,আমি কেমন আছি?
চাক ছাড়া থাকে যেমন মৌমাছি!

ভালোই লাগে,তোমাকে দেখে
আবারো একটু হিংসা লাগে।
ধূলোমাখা পথে বলো, কি?
হেঁটে যেতে তোমার সাধ জাগে।

পার্কের গাছের তলায়-
কিংবা ঐ বৈশাখী মেলায়।
হাতে হাত ধরে কতো ঘুরেছি
বাদাম খাওয়ার শব্দে মুখের পরিবশ ভরেছি।

যে পথের সমাপ্তি হয়েছে
তা ঐ ভাবে থাক।
স্বপ্নের মেলাছেড়ে পাখিরা
দূরে উড়ে যাক।

তোমার দেয়া সেই প্রথম উপহার
আজও রেখেছি অনেক যতন করে।
আমার এই ছোট্ট বুকের ঘরে।

বলো, আমার বিশ্বাস আর সরলতা
সবই কি ছিলো, বৃথা তারার গুণার মত।
যত চাই ভুলে যেতে-
মনের আবেগ তোমায় আকড়ে ধরে তত।
ধূলিসাৎ হয়েছে দুজনার পরিবেশ
এসে গেছে গ্রীন হাউজ ইফেক্ট।
তোমার উল্কাবেগের আর্বিভাব জীবনকে
করেছে অল্প নয় অনেকটা লেট।

প্রলাপ বকে্ জানি লাভ নেই
জমানো মনের কথাগুলো কি মানে??
সীমানার ভেতর থেকে কি যেন পরিত্যক্ত
মনটাই ভালো তা জানে।

স্বার্থবাদী বলবো না তোমায়
বলবো না ছলনাময়ী।
জীবনের গল্পে আজ তুমি
যে করেই হোক,পুরোটাই জয়ী।
চোরাবালিতে ডুবে গেছে মনের ইচ্ছে
ভালো থেকো আগামীকে নিয়ে
মনের রেকর্ডফোন আজ বলে দিচ্ছে।

ভালো থেকো……
ভালো থেকো………..
( পুরোটাই কাল্পনিক)

About the Author অমৃত কুমার বিশ্বাস

বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ডেন্টাল বিভাগে অধ্যয়নরত রয়েছেন।

follow me on:

Leave a Comment: