আর কত হাঁটিব আমি,
মরুর উওাপ পথে,
নদীর এ কুল থেকে ঐ কুলে
পথে প্রান্তরে পাগলের মত!
হাঁটিতে হাঁটিতে পায়ে,
পড়ল ফোঁসকা!
বিন্দিল পায়ে পথের কাঁটা,
হাঁটিতে লাগে যে বড় ব্যথা!
যতই কষ্ট হোক,
হাঁটিতে হবে পথ,
খুঁজিতে হবে তার ঠিকানা
বড় সাদ ছিল!
বাঁধিব আমি ঘর,
থাকব অনেক সুখে!
হইল না পুরণ,
মিটিল না সেই স্বাদ।
চলিয়া গেল ছেড়ে,
বলিল, না কথা
তার আশায় ছিলাম ঘরে,
সে না আসিল ফিরে।
তাই. আজ ভবঘুরে,
খুঁজি আমি তারে
পাব কি তার দেখা!
বলব একটি কথা।
কি ছিল মোর অপরাধ,
ভালবেসে তোরে,
নির্জন. অবনীর পাড়ে,
বসে আছি এ কুলে।
যাব আমি ঐ কুলে,
ঘাটে নেই মাঝি,
হয় না পারাপার
পড়িয়া রহিল নৌকা খানি।
ঘাটের এক পাশে,
নেই তাহাতে বৈঠা?
কেমন. করিয়া যাব ঐ পাড়ে,
মাঝি বিহীন নৌকার তরে।