শুধু মাঝে মাঝে নদীর তীরে দাঁড়িয়ে
দমকা বাতাসে তোমার চুলের বাঁধন খুলে দিও,
যাতে তোমার মুখে এসে পড়া চঞ্চল
চুল সাজানোর ছলে তোমার কপালে
একটু আঙ্গুল ছোঁয়াতে পারি ;
দূর থেকে তোমাকে দেখে ভয়ে
আধপোঁড়া সিগারেটটা ছুঁড়ে ফেলার
সুযোগটুকু দিও ;
দীর্ঘ সময় অপেক্ষা করার অপরাধে
অবাধ্য ছাত্রের মতো কানে ধরে
দাঁড়িয়ে থেকে তোমার অভিমানকে
মুচকি হাসিতে বদলে যেতে দিও ;
চলন্ত বাসে ক্লান্তিতে ঘুমন্ত তোমার
ঢলে পড়া মাথাটাকে আমার কাঁধে
রাখার অধিকারটুকু দিও ;
বাসায় ফিরে তোমার অগোচরে
তোমার ব্যাগে আমার লুকিয়ে রাখা
নীলরঙা চুরির অস্তিত্ব আবিষ্কার করতে গিয়ে
“পাগল একটাহ ” বলে একটু হেসে নিও।
শুধু একটু সুযোগ দিও!!
বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস (ফোর্থ ইয়ার) পড়াশোনা করছেন।