Kakbona Sopnoguli Uwriter

কাকবোনা স্বপ্নগুলি

স্বপ্নিল ডাকে, ইচ্ছেরা জাগে
সাদা কালো ডাইরিতে;
অনু-অনুভূতিতে ছিল স্বপ্নগুলো,
সপ্নগুলো হাজার বছরে।

করুন হাওয়ার বাতাসে,
মুগ্ধতার ছোঁয়া।

কৌতুমনা মনে ছিল সপ্নভেদের হাওয়া।
ছিল সপ্নগুলো,
স্বাধীন মনের, স্বাধীন প্রান্তরে।
ছিল সময়-সাগর অন্তরে।

About the Author তানভীর এহসান

আমি লেখা-লেখির প্রয়াসী।

follow me on:

Leave a Comment: