একাকী একাকীত্বের একক এদিন,
সময় সাগরের সাঁজে সুশোভিত
জীবন জীর্ণ জ্বরাক্রান্ত;
আত্ম আলাপ আওয়াজে।
আমিও তোমারি মত একজন।
সাদা শ্যাওলার বুকে আমিও পারি সাঁতরাতে।
এ জীবন আজ জীবন নেই,
বুকে আজ কালি ভরপুর।
ছেলেবেলার একটি কথা মনে পড়ে যায়,
কাঁঠাল পাতার নৌকো পানিতে ভাসাবো বলে যাই।
কিন্তু কিছুক্ষণ পরই,
নৌকোর দেখা নাই।
আজকাল জীবনের স্বপ্ন গুলো একরকমই,
মনে হয়।
ভিন্ন সফলতায় ভিন্ন ধরনের স্বপ্ন আসে যায়।
আত্ম জাগরণে কাগজের কিছু লেখায় তৃপ্তি
পেয়ে যাই।
মহা সময় মাঝে তবু স্থান নাই।
গাছ-গাছালির ঘ্রাণ হৃদয় মাঝে পাই,
মাতাল হাওার সেই দিন আজ নাই রে নাই।
সময় মাঝে সময় নাই,
সাপেক্ষতার ঠাই।
মানুষ আজ মানুষ নাই,
হৃদয় মাঝে হায়!
“খাতার মাঝে মুখ লুকিয়ে অন্য লেখা বায়,
মাথার মাঝে যার তার নাই তো কোন ঠাই”