উপস্থাপকঃ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে কবি উপস্থিত হচ্ছেন । ওই তো কবি আসছেন!
কবিঃ হ্যাঁ । আমি আসছি ।
উপস্থাপকঃ আসুন কবি, আসুন । বসুন কবি , বসুন । কবি পৃথিবীতে যখন আ-কার, উ-কার, ই-কার আবিষ্কৃত হয়নি, তখন আপনি কিভাবে কবিতা লিখতেন ?
কবিঃ তখন…! তখনতো আমি হিমালয় পর্বতের চুড়ায় বসে এভাবে কবিতা লিখতাম…… পখ –সব কর রব রত পহল। কনন কসমকল , সকল ফটল ।।
উপস্থাপকঃ চমৎকর… চমৎকর। আচ্ছা কবি পৃথিবীতে যখন আ-কার আবিষ্কৃত হয়েছিল, তখন আপনি কিভাবে কবিতা লিখতেন ?
কবিঃ তখন… তখনতো আমি ঢাকা আইডিভি ভবনের উপরে বসে এভাবে কবিতা লিখতাম… পাখা-সাবা কারা রাবা রাতা পাহালা। কানানা কাসামাকালা, সাকালা ফাটালা।
উপস্থাপকঃ চামাৎাকারা… চামাৎাকারা । আচ্ছা কবি পৃথিবীতে যখন উ-কার আবিষ্কৃত হয়েছিল, তখন আপনি কিভাবে কবিতা লিখতেন ?
কবিঃ তখন… তখনতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে বসে এভাবে কবিতা লিখতাম… পুখু-সুবু কুরু রুবু রুতু পুহুলু। কুনুনু কুসুমুকুলু, সুকুলু ফুটুলু।
উপস্থাপকঃ চুমুৎুকুরু… চুমুৎুকুরু… চুমুৎুকুরু।। আচ্ছা কবি… এবার বলুন তো পৃথিবীতে যখন ই-কার আবিষ্কৃত হয়েছিল, তখন আপনি কিভাবে কবিতা লিখতেন ?
কবিঃ তখন… তখনতো আমি জাতীয় স্মৃতি সৌধের উপরে বসে এভাবে কবিতা লিখতাম… পিখি-সিবি কিরি রিবি রিতি পিহিলি। কিনিনি কিসিমিকিলি, সিকিলি ফিটিলি।।
উপস্থাপকঃ চিমিৎিকিরি…চিমিৎিকিরি, , , চিমিৎিকিরি।।