Kolmi Kumari Uwriter.club

কলমি কুমারী

লাল ফুলের সৌরভ ঘ্রাণে,
আশায় আবিষ্ট জীবনে;
জীবন যেমন বাধা ছিল,
এই হৃদয় হৃদপিণ্ডের মাঝে।
সেই চাঁদনী মুখ ছিল,
বৃষ্টি ভেজা সুরে।

নদীর কুলের সেই স্বাধীন হাওয়া আমায়
নিয়ে যেত তোমার তরে।
সেই কালি-কলমের লেখা,
সেই চিরকুটে ছিল চিত্র-কল্পের দৃশ্যপট।
কালো সেই চোখে ছিল দৃষ্টি ভিন্নতার রুপ।
মোহ-মায়া সুরে গান গেয়ে,
নিঃস্ববাদিতার অবতারে,
তোমার কাছে ছিল আমার ভেঙ্গে যাওয়া,
কলমি ফুলের ডালি,
শুধু মায়া কল্প অল্প হাসিতে।

About the Author তানভীর এহসান

আমি লেখা-লেখির প্রয়াসী।

follow me on:

Leave a Comment: