সেদিন রাতে বেল্কনিতে দেখছিলাম,
একটি ছেলে জেগে আছে এখনও।
প্রায় রাত বারটা বেজে,
ছেলেটি দেখি এখনও কাজে।
এই রোজা-রমজানের দিনে,
এই ঢাকা শহরে,
শিলার উপর দাড়িয়ে আমার
দৃষ্টি ওই ছেলেটির উপর।
মা ছেলে এক সাথে,
ছোট্ট একটি পাতিলে রান্নার কাজে ব্যস্ত।
সেহেরী তাদের সারতে হবে
ওই খাবারে বাঁচতে হবে।
এই রোজা-রমজানের দিনে
রাতের এ দৃষ্টি ধামা-চাপা দেওয়া যায় না।