প্রকৃতির মাঝে তুমি অপরুপ সৃষ্টি,
হে শ্রাবন মাসের বৃষ্টি।
শ্রাবন মাসে বৃষ্টির জল,
মনে বয়ে আনে আনন্দের ঢল।
শ্রাবন মাসের বৃষ্টিতে
ভিজতে লাগে ভালো,
শ্রাবন মাসের মেঘলা আকাশ
হয়ে আসে কালো।
শ্রাবন মাসে কদমের ডালে
চড়ুই গায় গান,
শ্রাবন মাসে কদমের
গন্ধে ভরে যায় প্রান।
শ্রাবন মাসে ঊদাস দুপুরে
তুমি আমি দেখা করবো পুকুর পাড়ে,
শ্রাবন মাসের শান্ত পরিবেশে,
তুমি আমি চিরকাল যাবো ভালোবেসে।
ইচ্ছা আছে অনেক কিছু হওয়া,কিন্তু মানুষের সব ইচ্ছাইতো পুরন হয় না,তবে এখন ইচ্ছাটা হলো ভালো একজন উদ্দ্যেগতা হওয়া,জানি না কতোটুকু সফল হবো।তবে মাঝে মাঝে লেখালেখি করতে প্রবল ইচ্ছা জাগে।ক্লাস সেভেন প্রথম কবিতা লিখি।