যখন তোমার ক্ষতবিক্ষত মরদেহ পরে আছে বাগানে
হারিয়েছে মানবতা, জেগেছে প্রতিবাদবোধ।
স্বাধীনতা তুমি আমার বোনের আহাজারির চিহ্ন
রক্তাক্ত শরীরে বেঁচে থাকার শেষ আর্তনাদ।
মানবতা আজ তুমি পালিয়েছো কতদূরে
স্বাধীনতা আজ তবে প্ল্যাকার্ডে লিখা প্রতিবাদের ভাষা
আর একটা নতুন সকাল, নতুন লাশের সন্ধান
দিনেরশেষে জয়জয়কার করছে কাপুরুষেরা।
ভালোবাসা হারানোর ব্যথায় ব্যাকুল মায়ের কোল
শহীদ মিনারে গর্জে উঠা প্রতিবাদের ক্ষুদ্র আয়োজন
চলছে নিয়মমাফিক প্রাণ কেড়ে নেয়ার খেলা
প্রতি মিনিটে ঝড়ছে তোমার আমার মানবতা।
স্কুল ব্যাগ অথবা কলেজ ড্রেস যখন পড়ে আছে পথে
চোখ ফিরিয়ে কেউ কেউ বাড়ির পথে ফিরছে
এক বুক সাহস নিয়ে হেঁটে যাচ্ছে অপরাধী
তনু রাইসারা আজ ভারী আকাশের শোকের রাজ্যে।
একজন ক্ষুদে লেখক। গত দুবছর ধরে অমর একুশে বইমেলায় গল্পের এবং কবিতার বইয়ে তার লেখা প্রকাশিত হয়েছে।