একটি গল্পের লেখা গুলো বড়ই অভিমানী,
একটি গল্পের লেখা গুলো সবার কাছে দামি।
একটি গল্পের ভাবনাগুলো নিছক শুধুই তুচ্ছ,
একটি গল্পের ছন্দগুলো জীবন নামের গুচ্ছ।
গল্প হলেও সত্যের সমাবেশ;
চরিত্র ভাঙ্গার দুঃখগুলোর অন্যরকম আবেশ।
দুঃখ শুধু ব্যথিত এ মনে,
দুঃখ শুধু মস্তিষ্কের কোণে।
গল্প রেখার কল্প জালে আমরা সবাই আটক,
মিথ্যে হলেও, চরিত্রগুলো ভালোবাসার ঘটক।
একটি রেখার বাধক টানে, আমরা সবাই বাধা।
গল্প রেখার মায়া–জালে, জীবনখানি গাঁথা।