এই শীতেরই কথা,
সেই একটা বছর আগে,
ছিল এক নতুন দিন।
যখন তিনি ছিলেন।
আজ আর তিনি নেই।
এই শীতেরই কথা,
যখন তিনি কম্বল গায়ে কাঁপতে থাকতেন,
এক ধরনের শিহরণ ছুয়ে যেত সারা-শরীর ।
তখন বুঝিনি কিছু ,
তখন শুনিনি কোন চলে যাওয়ার গান।
আজ এই দিগন্ত ঘেরা জীবনে ,
স্মরণে আসে তার কিছু কথা।
তার কিছু আদেশ-উপদেশ।
তার সাথে কাটানো কিছু মুহূর্ত ।
তার দেওয়া উপহারের শুভ্রতা আজও
মন ছুয়ে নেয়।
তার দেওয়া সেই ডাক আজও
ডাকে আমায় ।
স্মরণে আসে তার চলে যাওয়ার কান্না।
সেই একটা বছর আগে,
এই শীতেরই মুহূর্তগুলো পড়ে মনে ।।