আমি সত্যিই ভালো আছি
এই বিষণ্ণ বিকেলের
চৌরাস্তার শহরের
বিশাল আকাশে
ডানা মেলে ওড়া
একাকিনী পাখিদের পাশে।
দুষিত নগরীর কালো ধোঁয়ার
বিষাক্ত বাতাসের
এই যান্ত্রিক শহরের
দীর্ঘশ্বাসের কোলাহলে
আমি ভালো আছি।
আমি ভালো আছি
এই ইট পাথরের শহরের
এক সংকীর্ণ বেলকনিতে।
জোছনার রাতের শূন্যতা আর
তীব্র হাহাকার নিয়ে
আমি সত্যিই ভালো আছি
তোমাকে ছেড়ে।