ধু ধু কুয়াশা এই মাঠে ,
এই রাস্তায় সাইকেলের গড়াগড়ি ।
স্তব্ধ নিঝুম রাত থাকতেই পাড়ি জমাই এই পথের উদ্দেশে ।
শুধু শেখার জন্যে !
এই অংশের আসল অংশীদার আমি ।
যা আমায় ধারণ করে ,
যা আমি ধারণ করি ,
শস্য ফুলের হলদে রঙের মত ,
এতো কষ্ট শুধুই কি ভাল ফলাফল দেয় !
আমি আত্মবিশ্বাসী !
যা নিয়ে আমি ভেবেছি ,
যা ভেবে বলেছি ।
মাত্রই তা প্রমাণ সমূহের ভিত্তি ।
শুধুই তাই !