আমি এক নিঃসঙ্গ নির্জন মানুষ
যার কাছে নেই কোন ঢাল ।
আমি এক অবোধ মানুষ ,
যার নেই কোন সাধ।
নিঃসঙ্গ এই দুপুরের মত,
আমার নেই কোন সঙ্গ ।
আমার নেই কোন বন্ধু ,
আমার নেই কোন খেলার মাঠ
বল ছোটানোর মত নেই কোন শক্তি ।
আমি কাল রাতের এক জীর্ণ মানুষ
আমি পথভ্রষ্ট নিজের পথে ;
আমার পথচলার নেই কোন সঙ্গ ।
আমি সংজ্ঞার পথে ,
এক অসংজ্ঞায়িত মানুষ !