জানালার পাশে বসে তাকিয়ে আছি ,
অবাক আকাশের দিকে ;
মনে হয় হারিয়ে যাই দূর ওই কৃষ্ণগহ্বর এর মাঝে ।
রাতের আকাশের কালো রঙের মাঝে দেখা যাচ্ছে চাঁদের লাল অশ্রুবিন্দু ।
রাতের আকাশ আমায় ডাকছে , ডাকছে শত কতি তারা ;
ডাকছে ওই গ্রহগুলি ,
ডাকছে আমায় চাঁদ তার কষ্টের কথা বলতে ।
ডাকছে ওই ভিনগ্রহীরা ,
ডাকছে মহাকাশের শত বিস্ময় ;
কৃষ্ণগহ্বর এর মধ্য থেকে কে যেন আমায় ডাকছে ।
আমি যাব গুপ্তধনের খোঁজে ,
আমি পাড়ি দেব আকাশ পথে ।
শত কোটি নক্ষত্রের মাঝে হারিয়ে যাব ,
দূর ওই মহাকাশে ।
ভাবছি কত কল্পনা , বসে জানালার পাশে ।
কল্পনাকে সত্যি করে আমি একদিন পাড়ি দেব মহাকাশে ।