গতকালও জ্বর ছিলনা
আজ বেড়েছে খুব
ব্যথার চোটে ইচ্ছেকরে
নদীতে দেই ডুব।
ব্যথা আছে গিরায় গিরায়
ভীষণ ব্যথা কব্জিতে
বমি আসে মাছ-ডিম-দুধ
এমনকি ভাই সবজিতে।
টিভির রিমোট ভাল্লাগেনা
ফেসবুকেতেও মন নেই
ইউটিউবে চ্যানেল ঘুরাই
কোন আকর্ষন নেই।
দীপিকারা কোমর দোলায়
ক্যাটরিনারা হাসে
ওসব তখন টানেনা আর
ব্যথা,হাহুতাশে।
থেকে থেকে জ্বর থামছে
বাড়ছে আবার হুটকরে
শরীর থেকে এনার্জি সব
নিয়ে যাচ্ছে লুট করে।
গার্লফ্রেন্ডে ফোন দিলে তা
বিরক্তিতে কাটি
হয়তো জানি এটা নিয়েই
হবে কাটাকাটি।
সারাটাক্ষন রেষ্টে থাকা
ভাল্লাগেনা কিছু
কয়েক মাসেও ব্যথা নাকি
ছাড়বেনা আর পিছু।
চিকুনগুনিয়াতে যখন
হওনি তুমি টাইট
এখন থেকে প্রস্তুত হও
করতে হবে ফাইট।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।