মুস্তাফিজের বাড়ি কিন্তু আমগো বাড়ির পাশে
হেতের পোষা কবুতরও আমগো বাড়ি আসে।
মাঝে মধ্যে খাওন ও দেই পানিও দেই কিছু
হ্যাগো বাড়ি পাডাই আমি আমগো বাড়ির লিচু।আইপিএলে জনপ্রিয় আজ সে পোলার কাটার
হেতের ভয়ে দলগুলো আজ নামিয়ে রাহে সাটার।
জিতেই নিলো কাপটা হেতে,হেই ছিল প্রাণ ভোমর
ঝালমুড়ি হে না খাওয়ালে ফাঁস করবোই গোমর।
আমগো বাড়ির পাশেই কিন্তু মুস্তাফিজের বাড়ি
বাড়ি এলে এবার হেতের নেইকো ছাড়াছাড়ি।
মাথায় তুলে নাচবোনাকো গাইবোনাকো গান
ধান কাটবো হেতেরে কবো আনতো কাটার খান।
হাইসসা দিবো ফিক করে হেই,পাগল হইলি নাকি
আমি কিন্তু মুস্তাফিজের বাড়ির লগেই থাকি।
মুস্তাফিজের মায়রে আমি কাকি কইয়েই ডাকি
ইচ্ছে অইলে ভাবতি পারেন,আমি ভীষণ লাকি।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।