নীলাকাশ, তুমি যেথায়, আমি সেথায় |
নীলাকাশ, তুমি কোথায়?
আমি যেথায়, তুমি সেথায় |
তোমার সিন্ধ নীল রঙের মাঝখানে সাদা–কালো মেঘ |
যা তোমায় বানিয়েছে বিশাল এক বেগ |
তুমি বিশাল, তাই তোমার গর্ভে যে বিশ্ব তাও বিশাল |
তোমার গর্ভে চলে পাখ–পাখালি,
তোমার গর্ভে চলে বায়ুপূর্ণ ধুলি |
তুমি এক অপরুপ রুপময় |
যা তোমায় বানিয়েছে রঙে রঙে রঙিনময় |