হে সাগর , তুমি এত উদার ।
তুমি কি উদার !
তোমার এ উদারতা পৃথিবীর বুকে ।
নদী–নালা , খাল–বিল জুড়ে সব শুকে ,
তুমি উদার মানবের মাঝে ,
তুমি উদার প্রকৃতির কাছে ।
তুমি উদার তেমনি কি উদার হয় মানব ,
তুমি উদার যেমনি উদার হয় প্রকৃতি ।
যেমনি সবার মাঝে রয়েছে ক্ষোভ ,
তোমার মাঝেও বিরাজ করে সেই ক্ষোভ ।
ঝড়–ঝঞ্জাতে উড়িয়ে নাও সব ।
যেহেতু তুমি উদার , এসব তোমার কর্ম নয় ,
সবই প্রকৃতির লিলা–খেলায় হয় ।