উঁচু মাথা , উঁচু ডগা
নাম তার তালগাছ ।
অলৌকিক ভাই সে
নাচে তান ধিনা তাচ ।
মনে হয় উড়ছে সে আকাশে
কিন্তু উড়ছে না বাতাসে ।
চার ডগা, তিন ডগা, দুই ডগা ও হয়
পাঁচ ডগা হয় কিনা জানি না সে আমি ভাই ।
রস দেয় ফল দেয়, দেয় সে কাঠ
কিন্তু তারে আমরা দেই কি মাঠ-ঘাঁটের পথ ।
লোক মাঝে হয় কি তার বাস
সেখানে তারে দেখলে আমরা হয়ে যাই ঠাস ।
তালগাছ নড়ে-চরে সে থাকে তার জায়গায়
শিক্ষা কি নেই আমরা তার কাছ থেকে ?
থাকি কি নিজ জায়গায় ?