গ্রাম থেকে এক বুড়ো শালিক এলো শহর পানে,
ডাক দিয়ে সে বলছে আমায়, আমার বন্ধু হবে?
জবাব দিলাম উচ্চস্বরে, না হবার কি আছে?
আজ থেকে তুমি আমি বন্ধু বেশে রবে।
চিনতাম না তাকে আমি ,
কোথায় তার বাড়ী,
জিজ্ঞাসাতে দিত না জবাব,
কোথায় তার নাড়ী।
তার কথাতে থেমে যেত,
আমার সকল ব্যাথা,
ইচ্ছে হত অস্ত্র ধরে চারদিকে আনি নিরবতা।
হঠাৎ করেই খবর এলো,
শালিক বেটা জেলে,
সাথে নাকি আমার নাম,
তালিকায় দিয়েছে ফেলে।
আমি তখন চ্যাঁচিয়ে বলি,
শালিক বেটা ওই,
তোরে পেলে আচ্ছা করে রাম ধোলাই দেব হই।