আমি রুপম সে চন্দন, ছিল মোদের বন্ধুত্যের বন্ধন।
পাড়ার মাঠ কিংবা পুকুর ঘাট, সবখানে ছিল আমাদের তল্লাট।
একসাথে আম চুরির গল্প, সে তো নয় বন্ধু অল্প।
একসাথে মাঠে খেলিতাম কত খেলা, কখনোবা ভাসাতাম নদীতে ভেলা।
বন্ধু গঞ্জের হাটে বসেছে মেলা, যাবে নাকি একবার এ বেলা?
বন্ধুত্যের খেলা বড় হেলা, কাটছিলো এভাবেই বেলা।
হঠাৎ একি অপলক চেয়ে দেখি, চন্দন চলিল নাকি?
তারপর হায় সপ্তাহখানেক তাকে দেখছিনে তাই, খোঁজ নিতে তার বাড়ি যাই।
তারপর ভাই খোঁজ নিয়ে জানা যায়, তাদের বাড়িতে কেউ নাই।
ছিল দেনার দায় পরিশোধ করতে না পারায়, ভিটে ছেড়ে ওরা শহরে চলে যায়।
তারপর ফের আর দেখা মেলেনি তার, বন্ধুবিয়োগ কাতর দেহ আমার।
বন্ধুত্য দিচ্ছে ডাক যেখানেই থাক, ভালবাসা আজো রয়ে যাবে যাক।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।