এই থাম রাস্তায় জ্যাম রাস্তা বন্ধ করে সমাবেশের কি দাম?
রাস্তায় মিছিল মিটিং ডাকিয়ে নেতা বলিছিল হাঁকিয়ে রাস্তাটা করে এবার দেব দেখিয়ে।
শুনিয়া নেতার আশ্বাস বলেছিল বিশ্বাস মানি রাস্তা এবার হবেই হবে জানি।
জনতা যেন মেধাহীন কিশোর বুঝিতে পারেনি বিশ্বাস ছেলেটা আসলে নেতার দোসর।
নিঃশ্বাসে বেড়েছে আশ্বাস রাস্তা এবার হবেই জনতার বিশ্বাস।
জনতা দিল একচেটিয়া ভোট জিতিয়া নেতা বাকের দিল চোট।
জিতিয়া বুকফুলে হাটে নেতা বাকের কাজ তো করেনি কেবল গুছিয়াছে আখের।
বাস্তবতা যুঝিয়া জনতা গেল বুঝিয়া কি লাভ হবে এখন বুঝিয়া?
অতঃপর অনেক বছর ঘুরে এল নির্বাচন মিথ্যে আশ্বাসের নিগড়ে বন্দি মানুষজন।
জানি নেতা আসবে নেতা যাবে আশ্বাসের ফুলঝুড়ি আশ্বাসেই রবে।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।