এই তো নদী , সামনে আমি দাড়িয়ে
মনে হয় রাস্তার উপর থেকে ছোঁয়া যায় আকাশ হাত বাড়িয়ে ।
নদী ভরা টলমল পানি ,
সূর্য উঠে ওপারে দূর হয় আমার গ্লানি ।
আকাশের লাল-নীল , সাদা-কালো রঙে ,
নদীর পানি হয় রঙিন ।
ছুয়ে দিলে আকাশ রংধুর সাত রঙে হয় রঙিন ।
আকাশ ছোঁয়ার ভালোবাসা নিয়ে দাড়িয়ে আছি আমি এপারে ,
মেঘকে আপন করে হয়েছি আমি নীলাভউচ্ছাস ।
দৃশ্যমান আকাশকে ছুয়ে দিয়ে হয়ে গেছি আমি অদৃশ্য ,
আজও বেঁচে আছি আকাশ ছোঁয়ার ভালোবাসা নিয়ে ।