বলেছিল বন্ধুতাজ বেকার থেকে নেই কাজ,কবিতা লেখ আজ।
তার কথা শুনি কবিতার সূর টানি,আমার কবিতা কেউ পড়বে কিজানি।
তবু ভাই কবিতা লিখে যাই,বেকার থাকা যে ভারী অন্যায়।
কবিতা লিখতে যাই যতই,ভাষার যেন অথৈ।
আমার কবিতায় আছে যত ছন্দ,সবখানে যেন আজ মোর দন্ধ।
লিখতে যেয়ে পাই মাংসের গন্ধ,তবে কি আছে রন্ধ্রে মোর শুকুনের মন্দ?
আছে জ্ঞানের অপ্রতুলতা তাই,কবিতায় ব্যর্থ আমি আঁকিতে গ্রামবাংলার ছবি ভাই।
কবি কবি ভাব তবু নই আমি কবি,তাইতো আঁকিতেছি বসে ব্যর্থতার ছবি।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।