বঙ্গবন্ধু ইতিহাস তুমি মুক্তির চির ফরমান
মরে গেছ তবু পৃথিবীর বুকে চিরদিন রবে অম্লান।
শুনিয়েছ তুমি মুক্তির বাণী বজ্রের হুংকারে
পাল ছেড়া নায়ে মাঝি হয়েছিলে ভয়াল একাত্তুরে।
শোষন মানিনা স্বাধীনতা চাই আর নয় পিছু ফেরা
বঙ্গবন্ধু ঘুম ভাঙ্গায়েছ দেখিয়েছ পথধারা।
কঠিন শপথ বুক ভরা আশা জয় বাংলার গানে
বাঙ্গালী জনতা প্রস্তুত হলো তোমারই আহ্বানে।
দেখিলে যখন বাঙ্গালীরা কাদে শোষনের যাতাকলে
তাহাদের পাশে দাড়ালে তখনই মুক্তির ডাক দিলে।
সমুখে শত্রু কি আছে তোমার তাই নিয়ে আসো সাথে
কিছু না থাকুক রুখিয়া দাড়াও বজ্রমুষ্ঠি হাতে।
সেদিনের সেই বজ্র কন্ঠ আজও মোর মনে পড়ে
হারালে কোথায় সোনার মানুষ সোনার বাংলা গড়ে।
ইতিহাসে তুমি অমর হয়েছ এনেদিয়ে স্বাধীনতা
বাংলা মায়ের হৃদয়ের ধন শ্রেষ্ঠ বাঙ্গালী নেতা।
হাজার যুগের সাধনা যে তুমি বাংলা মায়ের প্রাণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।