জন্ম তোমার বঙ্গে বলে এক আকাশের তারা
তোমার তরে পাগল সবাই ভূবন দিশেহারা।
জন্ম তোমার বঙ্গে বলে ফুলপরীরা এসে
গান গেয়ে যায় ভ্রমর গুলি তোমায় ভালবেসে।
জন্মতোমার বঙ্গে বলে রক্তে রাঙা ফুল
তোমার তরে ফুটে আছে জুই চামেলী দুল।
জন্ম তোমার বঙ্গে বলে একাত্তুরের দিনে
স্বাধীনতায় নাম লিখেছি সে এক মহান ঋণে।
জন্ম তোমার বঙ্গে বলে বাংলা মায়ের কোলে
অ-আ ছড়ার সুরে খোকন সোনা দোলে।
জন্ম তোমার বঙ্গে বলে বঙ্গবন্ধু ডাকি
সকাল দুপুর সন্ধ্যা বেলায় তোমায় মনে রাখি।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।