দুচোখে অশ্রু ঝরেছে আমার তোমারে পড়েছে মনে
দুদিনের তরে বন্ধু আমার হারালে যে কোন বনে।
রোজ গোধুলীতে অশ্রু ঝরায়ে দীঘল রজনী জাগি
পথ পানে চাহি কখন আসবে বন্ধু আমার লাগি।
কতটা প্রহর কেটে গেছে মোর চোখের অশ্রু ভিজে
তুমি যে আমার কত আপনার দেখে যেও তুমি নিজে।
হয়তো খুশিতে এতটা দিনেও আমার রাখনি মনে
সুখের স্বপ্ন ছবি আকিয়াছে তোমার চোখের কোণে।
অথচ আমার বুকে ও পাজরে ব্যথার পাহাড় জমে
তোমারে না দেখি অশ্রু আমার নয়নে গিয়াছে দমে।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।