সুদুর আকাশে মেঘ জমে গেছে বুকে তার বড় জ্বালা
বঙ্গবন্ধু তুমি নেই যেথা কার গলে দেব মালা।
কাকে ঘিরে আর স্বপ্ন দেখবো সোনালী রঙ্গীন দেশ
বুকের স্বপ্ন বুকে রয়ে যায় কেদে কেদে নিঃশেষ।
বঙ্গবন্ধু তুমিই আমার শ্রেষ্ঠ বাঙ্গালী নেতা
তোমারে ভুলে আর কার তরে লিখি বলো এ কবিতা।
কার গলে দেব ফুলের মালা দুহাতে যতনে গড়ি
ব্যথিত এ দিনে শান্তি খুজতে কাহার চরণে পড়ি।
তোমার মত বাঙ্গালী নেতা আর কি কোথাও আছে
তোমার স্মরণে আজিও অবধী ফুল ফোটে গাছে গাছে।
তাইতো তোমায় বড় ভালবাসি বঙ্গবন্ধু ডাকি
বাঙ্গালী জাতির স্বাধীনতা এনে নিরবে দিয়েছ ফাঁকি।
তুমি চলে গেলে সবারে ছেড়ে তোমার বিরহে কাদি
তুমিই শেখালে শত্রু সমুখে তাই মোরা প্রতিবাদী।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।