শিশির ভেজা পথের ধারে সবুজ বুনো ঘাসে
সকাল থেকে সন্ধ্যাবধী একটি ছবি ভাসে।
একটি গানের সুর লহরী যায় ভেসে যায় সুরে
তাহার কথা ছড়িয়ে গেছে দুর থেকে খুব দূরে।
একটি বুনো ফুলের মত মাতোয়া বনের ধারে
হারিয়ে যাবার পরেও আমি রোজ দেখেছি তারে।
লক্ষকোটি মানুষ নিয়ে যে ভাসালো তরী
মানব হৃদে এতোই প্রভা দিচ্ছে পাগল করি।
পউদ ফুলের গন্ধে ভরা সকাল দুপুর রাতে
পান্থজনে সিক্ত করে মলিন অশ্রুপাতে।
জানো তুমি কে সে মানিক?বাংলা গানের সুর
সো আমাদের বঙ্গবন্ধু,প্রিয় মুজিবুর।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।