ধন্য এ দেশ জন্মেছিলে শ্রেষ্ঠ বাঙ্গালী নেতা
বঙ্গবন্ধু ভুলিনি তোমায় এনেছিলে স্বাধীনতা।
পাক হানাদার এ দেশ যখন করেছিল অবরোধ
বুকের রক্ত বিলিয়ে দিতেও করনি কুন্ঠাবোধ।
বলেছিলে তুমি রক্ত দেব,তবু স্বাধীনতা চাই
কামার কুমোর ধনী দরিদ্র সবারে করিলে ভাই।
সবাই তোমারে ভালবেসে বেসে বঙ্গবন্ধু ডাকে
আজ নেই তুমি বাঙ্গালী হৃদয় কাদিছে তোমার শোকে।
এই বাংলার স্বাধীনতা এনে কোথায় হারালে তুমি
তোমার বিরহে কাদিছে তোমার সোনার জন্মভূমি।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।