গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন তিনি,
দেশের তরে অবদানে আমরা বড়ই ঋণী।
হাকিয়েছিলেন ৭ই মার্চের জ্বালাময়ী ভাষণ,
তারই ডাকে বাঙালিরা যুদ্ধে নিল আসন।
দেশের তরে দশের তরে তারই অবদান,
তিনিই হলেন শ্রেষ্ঠ বাঙালি, করো সম্মান।
দেশ ভাগিয়ে, শাসন-শোষণ করেছিল যারা,
তার হুশিয়ারে দেশ বাঁচাতে বাঙালি দেয় সাড়া।
দূর হলো সব অশুভ শক্তি, আমাদের হল জয়,
স্বাধীন দেশের, নতুন মানুষ, জানিনা কিযে হয়।
শোকের খবর পেয়ে স্তব্ধ গোটা জাতী,
পতিকে হারিয়ে বাঙালি আজ বড় অসহায় জাতী।