আমি দুঃখিত।
বালিশের আবরণ ভিজে যায়,
কেউ কেউ উড়ায় নিকোটিনের ফানুস।
ফার্মগেট থেকে কেউ ফিরে আসবে, স্বপ্ন ভঙ্গের মিছিলে।
হাজারো উল্লাসের ভিড়ে কবরস্থ কচিকাচার হাহাকার।
যোগ্যরাই টিকে থাকবে, পত্রিকার প্রথম পাতায়
অথবা মানুষের জিবের কর্ষণে তারা হয়ে উঠবে বীর!!
আমি দুঃখিত।
অযোগ্য ব্যবস্থা যোগ্যতার মানদন্ড হাতে।
কেউ টানবে সামাপ্তি, কেউ পড়বে দোটানায়।
যুবক যাবে জীবিকায় অভিমানে সব ছেড়ে,
যুবতী বাধা পড়বে হাড়ি-পাতিল আর নির্মম সংসারে।
তবু আমি কিছুই বলবনা।
ওরা দৃশ্যপট থেকে হারিয়ে যাক, একদিন অনেকেই যাবে।
উচ্চমাধ্যমিকে কিছু হারিয়ে যাবে, ভর্তি যুদ্ধে আহত হবে,
সবই যে বেদনার, সবই যে ঝরে পড়ানোর ষড়যন্ত্রের ইতিহাস।