তুমি প্রিয় যেমনি হও তাতে কাহার কি?
রাজকণ্যা দেবেনা তো আমার ভাতে ঘি।
কে রাক্ষসী কে সে দেবী খবর রাখে কে,
পূজা আমি তোমায় দেব যে যা বলুক যে।
মেদ জমেছে বাড়ছে ভুড়ি চামড়া হল ঢিলে,
ঢিলে চামড়ার সোহাগ চাদর কে পেয়েছে কবে।
শ্যামবর্ণ না স্বরবর্ণ সব পড়ে থাক বাকি,
তুমিই চলবে থাক পড়ে থাক স্বরস্বতী বা কালি।
বুনো মেয়ে,বদমেজাজী বলছে কত লোকে,
কি যে দৃঢ় চলন-বলন ওরা কি তা জানে!
কেমন করে জড়িয়ে গেছ আমার টাইম-স্পেসে,
এমন করে থেকে তুমি তোমার মত হয়ে।