ওই তো দেখি আলো আধারের মাঝে ।
ওই পারেতে গেলেই আধার ঘুচে ;
ওই খানেতে যে আমার বাড়ি ;
ও মাঝি ভাই গাইতে গাইতে নিয়ে যাবে জারি-সারি ।
এ তো মনে হচ্ছে পক্ষিরাজ ,
নয় কো ডিঙি ;
ঢেউয়ের মধ্যে দিয়ে চলছে এমন যেন হাওয়ার পাখি ;
ওই তো দেখি আমার গ্রাম ।
ওই ঘাটেতে থামাও ,
আধার মুছে আলো জ্বালাও ।
আসি তাহলে মাঝি ভাই ,
আধার পেরিয়ে আলোর দিকে যাই ।