ওহ বাবাগো আর পারিনা
থামাও তোমার কাশি
বলছি শোনো, বাঘ চেনোতো?
বিড়াল যে তার মাসি।
শিয়াল চেনো? মুরগী ধরে
হুক্কা হুয়া ডাকে
টুনটুনিও আছে দেখ
ওই যে পাতার ফাঁকে।
ওই দেখনা লম্বা গলা
চেনো তুমি ওকে?
জেনে রেখো ওকে এখন
জিরাফ বলে লোকে।
একটু দূরে ডোরাকাটা
সাদাকালো দেহ?
ও আমাদের জেব্রা মিয়া
ভীষণ করি স্নেহ।
দাড়াও দাড়াও এবার দেখাই
ক্যাঙারুদের নাতি
ইয়া বড় শুড় আছে তার
লোকে বলে হাতি।
তোমায় আমি সব দেখালাম
চিনিয়ে দিলাম সব
চিড়িয়াখানায় দেখছো কত
পাখির কলরব।
লেখক হয়ে জন্ম নেইনি, লেখক হতেও নয়। তবু আমি লেখক হলে, সেটাই হবে ভয়। জাজাফী এমন একজন যার অতীত এবং ভবিষ্যৎ জানা নেই, বর্তমানই সব।