ধ্বংস হচ্ছে সবকিছু।
আমার দেহকোষ,কণিকা আর সময়।
স্বপ্ন আর প্রতিজ্ঞারাও কম্প্রোমাইজ করে নিল।
ওরা উঠেপড়ে লেগেছে আমার বিরুদ্ধে।
চোখে আজ রূপের কদর নেই।
প্রতিফলিত রশ্মিতে নেই সেই যৌবনের মত প্রতিচ্ছবি।
কতকাল এই চোখ মায়া,ক্রোধ,অশ্রু,আনন্দ
প্রকাশ করেছে।আজ সে ক্লান্ত,বেশিই ক্লান্ত।
কর্ণকুহুরে শব্দরা কুয়াশার চাদরে আবৃত হয়ে ঢুকছে।
ডেসিবল গুলো কমে যাচ্ছে, ১০,৮,৬ হয়ত বা হিমাঙ্কের নিচে!!!
কতকাল এই কর্ণ কান্না,হাসি,উপহাস,উল্লাস
শুনেছে।আজ আর কেউ নেই তার,কেউ নেই শুনাবার দুটো কথা।
কারো আঙ্গুলের ফাকেঁ নেই আমার চুলেরা।
আমার হাতদ্বয় কতদিন ভরসার জাল বিছিয়ে
জড়িয়ে নেই কোন মানবীকে।
আমার ঈন্দ্রীয়রা শোষিত হল জনম ভর।
তবু আজ আর নেই কোন অভিযোগ।
হালখাতা খোলা রবে,কেউ যদি মিটাতে আসে,
আসে মোর দেহঘাটে।