নিজের দেশের হত্যাকাণ্ডের কথা শুনে চলে যায় কবি ।
দেশ হতে পাড়ি দেয় দেশান্তরে ।
শুধু আক্ষেপে বলে যায় নিজ জাতির ষড়যন্ত্রের কথা ।
অজস্র দুঃখ নিয়ে যায় কবি বিদেশ ভ্রমনে ।
কিন্তু দেশে ফিরে আশার ইচ্ছা থাকলেও পারে না আসতে ,
অভিমানী কবি !
আক্ষেপ করে নিজেদের নিয়ে ।
যদি এমন হয় নিজেদের মানুষই ষড়যন্ত্র করে ,
এমন হয় না , হয়েছিল ।
কেন এমন তারা করল ।
কবি বলে ,
‘কথায় না সত্যিই , কারও ভ্রমের নেশা কখনও কাটে না ।
দেশান্তরে পাড়ি দেওয়ার পর কবি একবার নিজ দেশে আসতে চেয়েছিল ।
কিন্তু তাঁকে মৃত্যুশয্যায় কেন আসতে হল !
কবি কি এমনই করেই আসতে চেয়েছিল নিজ দেশে ?
কিন্তু প্রকৃতপক্ষে তার চাওয়া পূর্ণ হয়েছে ।
তিনি আজীবন অমর হয়ে থাকবেন আমাদের মাঝে ।