খুব ভোরে হেটে কিংবা দৌড়ে খবরের কাগজ যে করে ফেরি,
কি হতো হলে তার একটু দেরি?
ব্যথিত বক্ষে আধৌ করুণ ঘুমহীন চক্ষে,
কে নিয়ে যায় পত্রিকা আপনার কক্ষে?
পুষ্পিত মননে শুশোভিত কক্ষে যে পৌছায় সংবাদ ভোরে,
দুপুরে সে রোদে পুড়ে কে দেখে তারে?
বাবু আমায় বলিবেন জানি টাকা কি দেইনি তারে,
যার জন্য আজ জেরা করছো আমারে?
তবে আজ আমি বলি শুনুন বাবু,
বড় অল্প দামে খুব সহজে তারে করেছেন কাবু।
তারও ছিল অভাব পড়েছে প্রভাব,
হকারি মোটেও নয় তার স্বভাব।
তবে কেন যথাযথ সম্মান সে পায় না,
সে কি মানুষ বলে গণ্য হয় না?
স্বপ্নটা তার কবেই গেছে থেতলে,
অভাবের প্রভাবে সে তো গিয়েছে বদলে।
অপমান আজ সে নিয়েছে সয়ে আমাদের,
কেননা সে মানতে শিখেছে অপমানটাই প্রাপ্য তাদের।
না ভাই অপমানটা মোটেও নয় তোমাদের,
অপমান যে আজ মানুষ হিসেবে আমাদের।
আসুন হকার বলে ঠেলে দেই যারে সম্মান তারে দিতে শিখি,
তাদের কর্ম তো নয় মোটেও মেকি।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।