আজ মনে কিসের টানে যেন উথলে উঠেছে আশা,
হয়ত অপূর্ণ মন আজ খুজিতেছে ভালবাসা।
আজ স্বার্থের পাড়ে নিঃস্বার্থের ডোরে,
কেউ কি বাধিতে পারে না আমায় খুব জোরে?
হয়ত পারে তবু কেন জানি পারে না,
স্বার্থের টান যেন কাউকে ছাড়ে না।
থরে বিথরে আপন হাতে সাজিয়েছিলাম আশা,
স্বার্থের টানে ব্যথা লাগল প্রাণে ফলে মিলল কেবল হতাশা।
স্বার্থটানের ক্ষমতা দেখো বিশাল কত,
চলে গেল সুদিনে বন্ধু ছিল যত।
ভালোবেসে-ছিলাম মানুষকে কোনোরুপ স্বার্থ ছাড়াই,
তাই দেখো আজ একাকী বাস মোর এ ধরায়।
জানি আমি মানি সবই স্বার্থের কাজ,
তাইতো একাকী চলেছি তবু দুঃখ নেই আজ।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।