ব্যস্ততা দেয় না আমায় মোটেও ছুটি,
এ কি আদৌ একান্তই মোর ত্রুটি?
তুমিই বলো মানবহীতে রেখেছি জীবন বাজি,
সে কি ছেড়ে দিতে পারি আমি আজি?
না আমি পারবোনা ছেড়ে যেতে তাদের,
বঞ্চিত হতদরিদ্র মানুষ বলো যাদের।
আজ আমি করতে চাই তাদের তরে কিছু,
নিক না শত বাধা বিপত্তি আমার পিছু।
আমি ছাড়বো না হাল উড়াবোই পাল,
আসুক না ঝড়-ঝঞ্জাট কিংবা আকাল।
মানুষের তরে হলে হোক না মৃত্যু মোর,
তবু আনিয়া ছাড়িবো নতুন স্বপ্ন ভোর।
আজ মানুষের তরে কিছু কাজ করে উদার হব,
মানুষের হ্রদয়ে ভালবেসে চিরকাল বেঁচে রব।
মানবহীতে করে যে জীবন দান সেই তো বীর,
সর্বদা তার থাকে উন্নত উচুঁ শির।
কবিতার শেষাংশে বলি মুছে মনের কালি,
চলো প্রবেশ করি হতদরিদ্রের অলি-গলি।
যদিও ব্যক্তি ক্ষুদ্র তথাপি আমি ভদ্র, কি বিশ্বাস হচ্ছে না বুঝি? ব্যবহারই বলবে আমি বামুন না শুদ্র।